Chicken Do Pyaza ( চিকেন দো পেঁয়াজা )
চিকেন দো পেঁয়াজা উপকরণ : মাংস - ১ কিলোগ্রাম, রসন বাটা - ২ চা- চামচ, আদা বাটা - ২ চা- চামচ, ধনিয়া - ১ চা- চামচ, হলুদ - ১ চা- চামচ, লঙ্কা - ১ চা- চামচ, কাঁচালঙ্কা - ৩টা, জিরা - ১ চা- চামচ, গরমমসলা - ১ চা- চামচ, পেঁয়াজ - ১টা বড় মাপের, পেঁয়াজ পাপড়ি - ১/২ কাপ, টক দই - ৪ টেবিল চামচ, টমাটো - ২টা মাঝারি মাপের, লবন - পরিমান মতো, তেল - ১/২ কাপ, পদ্ধতি : মাংসের টুকরোগুলি পরিমান মতো লবণ, ধনিয়া, হলুদ, লঙ্কা, জিরা, রসুন এবং আদা দিয়ে ভালো করে মেশান । দই দিয়ে ভালো করে মিশিয়ে ৩০ মিনিটের জন্য মেরিমেট করুন । কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন । পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেলে টোমাটা কুচি দিয়ে ৫ মিনিট নাড়তে থাকুন । পরিমান মতো লবন দিন এবং মাংসটা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট ভালো করে ভাজুন । পেঁয়াজের পাপড়ি, কাঁচালঙ্কা এবং গরমমশলা দিয়ে ধীর আঁচে ২০ থেকে ৩০ মিনিট রান্না করুন । পরিবেশন : দুপুর বেলা গরম ভাতের সাথে পরিবেশন করুন বা রাতে রুটি/লুচির সাথে পরিবেশন করুন । আপনারা ...